বিজ্ঞাপন দিন

অ্যা লেটার ফ্রম ফিলিস্তিন | নেয়ামতুল্লাহ তাকবির



প্রিয় ভ্রাতা!

আমিও তোমার মতো একজন মুসলিম তরুণ। যখন তুমি বর্তমান সময়ের বহুল ব্যবহৃত বস্তু ‘মুঠোফোন’ এ বুঁদ হয়ে আছো। যখন তুমি তোমার একাকীত্ব দূরত্বের জন্য আর মনোরঞ্জনের তৃষ্ণা নিবারণের জন্য ভালোবাসার নামে অনৈতিক সম্পর্কের মাঝে আকুণ্ঠ ডুবে থেকে আয়েশী ভঙ্গিতে বিষের পেয়ালা পান করছো। তোমায় শীতাতপ নিয়ন্ত্রিত রুমটা যখন হাজার টাকার পারফিউমের সুঘ্রাণে সুভাসিত হচ্ছে, ঠিক তখনই সদ্য মৃত রক্তাক্ত লাশের তীব্র গন্ধে আমার মাথা থেকে পা পর্যন্ত ঝিমঝিম করে ওঠছে। যুদ্ধবিমানের গগণবিদারক আওয়াজে সদ্য ঘুমানো ছোট্ট শিশুটি সহসাই চিৎকার করে ঘুম থেকে জেগে উঠছে। কোথাও সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে নিয়মতান্ত্রিক ধর্ষণ। অথচ তুমি মযলুমের আহ্বান, রোনাজারি উপেক্ষা করে গাফলতির ঘুমে নিমজ্জিত হয়ে আছো। অথবা জেগে থেকে আলস্যের সুষুপ্তিতে খেয়হীন দিনাতিপাত করছো।


জানো! তারা আমাদের আত্মীয়-স্বজনকে আমাদের চোখের সামনে শহীদ করছে। আট বছরের ছোট ভাইটাকে পুড়িয়ে হত্যা করেছে। সেদিন কিছু মাংসাশী হায়েনা আমাদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় বাবাকে নামাযরত দেখতে পায়, আর চোখের পলকে সিজদারত মানুষটাকেই শহীদ করে দেয় পাষান্ডরা। নব বিবাহিতা বোনটাকে আটকে রেখেছে অভিশপ্ত নরকে। নরপিশাচরা তাঁর রূপ-সৌন্দর্য খুবলে খুবলে খাচ্ছে অনবরত। ঠিক এভাবেই আমি, আমরা দিনের পর দিন সহ্য করে যাচ্ছি এই অসহ্য নির্যাতন আর যন্ত্রণা। অথচ তুমি নির্লিপ্ত ভঙ্গিতে অন্ধের মতো নিরব দর্শকের ভূমিকা পালন করছো। হয়তো তোমার ধারণা নেই, কত সহজেই একটা সাজানো গোছানো জীবনে মৃত্যু এসে হানা দিতে পারে। বোমের আঘাতে আচানক পা টা উড়ে গেলে কী হয়? সে অনুভূতি হয়তো তোমার জানা নেই। একবার শুধুমাত্র একবার এসে দেখে যাও কতটা সুখে নয় বরং কতটা ‘শোকে’ আছি আমরা। তবুও আমরা বুকে পুষি স্বাধীনতার আকাক্সক্ষা, স্বপ্ন দেখি মুক্ত হবার। তোমাদের মতো তো আমাদেরও ইচ্ছে করে উপভোগ করতে সাঁঝের লালিমা, মন-প্রাণ খুলে দেখতে ইচ্ছে করে আকাশের নীলিমা, মেঘের আল্পনা, তারকার ঝিলমিল, জোনাকির আলোক সজ্জা, কোকিলের কুহুতান আর স্রোতস্বিনীর কলতান। তা কী আদৈা সম্ভব? তথাপি আমরা বাঁচার আশা করি।


লাল টুকটুকে খুনে রঞ্জিত হিজাব পরিহিতা মুসলিম মায়ের সেই করুণ চিৎকার, ধুলো-ধূসর আর রক্তে রাঙানো মযলুম ভাই-বোন এর আর্তনাদ, হয়তো কারো অস্তিত্ব নাড়িয়ে দেবে। ফলে সেও ছুটে আসবে বিন কাসিমের ন্যায়। জালিমের কারাগার ধ্বসে দিয়ে রক্ষা করবে শত শত নারীর সম্ভ্রম। হয়তো তোমার সালাহউদ্দিন আইয়্যুবীর মতো দৃঢ় মনোবল, পাহাড়সম ঈমানী শক্তি নেই, কিন্তু তোমার মাঝে বইছে ঈমান নামক নহরের ঝর্নাধারা। রাসূল সা. বলেছেন, “গোটা মুসলিম জাতি একটি দেহের ন্যায়, দেহের এক অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো শরীর যেমন ব্যাথায় জর্জরিত হয়। ঠিক তেমনি কোন মুসলিম কষ্ট পেলে পুরো মুসলিম জাতি তার ব্যাথায় ব্যাথিত হবে”। অথচ ব্যাথিত হওয়া তো দূরের কথা তুমি তো রীতিমতো আমাদের হত্যা করার জন্য নরপিশাক হায়েনাদের সহায়তা করে যাচ্ছো। তুমি তাদের পণ্য ব্যবহার করছো, যার বিক্রয়লব্ধ অংশ আমাদের হত্যার কাজে ব্যাবহৃত। যেমন, PEPSI যার মূল রুপ হলো (Pay Each Peny to Save Israel) অর্থাৎ তোমার প্রতিটি পেনি, (ইজরায়েল কারেন্সি) ইজরাইল এর মুক্তির জন্য উৎসর্গিত, তুমি একজন মুসলিম হয়েও কিভাবে তোমার স্বজাতি ভাইকে মারার জন্য সাহায্য করছো। হয়তো তোমার সামান্য পণ্য-বয়কট হলেও এই নরকীয় নির্যাতন থেকে আমাদের কিছুটা মুক্তি দিতে পারে।


অতএব, নারীদের ন্যায় চুড়ি পরে নির্বিকার হয়ে ঘরে বসে না থেকে আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও।


ইতি, 

তোমারই মযলুম ভাই।

গাজা, ফিলিস্তিন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন